Verification: 2bc82b26585f55d4 শিক্ষার্থীদের আর্থিক অনুদান ২০২১ বিজ্ঞপ্তি www.eksheba.gov.bd - BD NEW RESULTS

শিক্ষার্থীদের আর্থিক অনুদান ২০২১ বিজ্ঞপ্তি www.eksheba.gov.bd

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষীকাদের , শিক্ষা প্রতিষ্ঠানের সকল কর্মচারীদের এবং ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান ২০২১ প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরকারি বাজেট ২০২০ এর সংশোধনী অনুযায়ী সকল শিক্ষার্থীরা এই সরকারী আর্থিক অনুদানের জন্য অনলাইন আবেদন করতে পারেন।  শিক্ষার্থীদের আর্থিক অনুদান ২০২১ বিজ্ঞপ্তির বিস্তারিত এখানে আলোচনা করা হবে।

যে কোন লেভেলের স্টুডেন্ট এই সরকারী আর্থিক অনুদানের জন্য আবাদেওন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত নিচে দেওয়া আছে। তাই সকল ইনফরমেশন জানতে এই পুরো পোস্টটি পড়ুন।

[LinkAd]

শিক্ষার্থীদের আর্থিক অনুদান ২০২১ 

সরকারী বাজেট ২০২০-২১ এর সংশোধনী অনুযায়ী সকল শিক্ষার্থীরা আর্থিক সরকারী অনুদান ২০২১ এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে আমরা আলোচনা করব কিভাবে আপ্নারা সহজেই এই বিনামুল্লে আর্থিক অনুদানের জন্য অনলাইনে আবেদন করবেন। সেই সাথে এই আবেদন করতে কি কি কাগজ পত্রের দরকার হবে এবং কোন ওয়েবসাইটে প্রবেশ করে এই আবেদনটি করবেন তাও এই পোস্টের মাধ্যমে আপনারা অবগত হবেন।

[adToAppearHere]

এখন এক নজরে দেখে নিন এই শিক্ষার্থীদের আর্থিক অনুদান ২০২১ এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য-

কারা আবেদন করতে পারবেনঃ ক্লাস ৬ থেকে শুরু করে স্নাতক বা সম্মান পর্যায়ের সকল সরকারী এবং বেসরকারী শিক্ষার্থীরা।

আবেদনের সময় সীমাঃ নিম্নে নোটিশ দেওয়া আছে (দেখে নিন)

আবেদন করার ওয়েবসাইটঃ https://eksheba.gov.bd/service/?id=BDGS-1611115830

আরো বিস্তারিত জানুন নিচের দেওয়া নোটিশ এর ছবি থেকে।

 

ছাত্র ছাত্রীদের সরকারী আর্থিক অনুদান ২০২১

ছাত্র ছাত্রীদের সরকারী আর্থিক অনুদান বা উপবৃত্তির আবেদন বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে। এটি আজ প্রকাশ করেছে সরকারী ওয়েবসাইট। আপনি এখান থেকে এই প্রেকাশিত আর্থিক অনুদানের বিজ্ঞপ্তিটি দেখে নিতে এবং ডাউনলোড করতে পারবেন। নিচে থেকে বিজ্ঞপ্তিটির ছবি বা ইমেজ এ ক্লিক করে ডাউনলোড করে নিন।

[adToAppearHere]

শিক্ষার্থীদের আর্থিক অনুদান ২০২১

শিক্ষার্থীদের আর্থিক অনুদান ২০২১

[adToAppearHere]

 

শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদনের জন্য কি কি লাগবে?

এখন আমরা আলোচনা করব এই শিক্ষার্থীদের আর্থিক অনুদান ২০২১ এর অনলাইন আবেদনের জন্য কি কি লাগবে বা প্রয়োজন হবে। তো চলুন নিচে থেকে দেখে নেই এই অনলাইন আবেদনের জন্য আর আপনার কি কি কাগজ পত্র লাগবে।

[adToAppearHere]

অনলাইন আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপ্ত্রঃ

  • আপনি এখন যে প্রতিষ্ঠানে আছেন তার অর্থাৎ সেই প্রতিষ্ঠান প্রধানের কাছে থেকে স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র।
  • নিজের অর্থাৎ আপনার আইডি কার্ডের বা জন্ম সনদের নম্বর।
  • পিতা বা মাতার জাতীয় পরিচয় পত্রের নম্বর।
  • নিজস্ব ইমেইল এড্রেস।
  • সচল মোবাইল নম্বর যাতে অবশ্যই একটি নগদ একাউন্ট খোলা থাকতে হবে। নগদ একাউন্ট খোলা না থাকলে এখনি খুলে নিন।

[adToAppearHere]

 

আর্থিক অনুদানের জন্য অনলাইন আবেদন করার নিয়ম

এই শিক্ষা সহায়তা ট্রস্ট বা সরকারী আর্থিক অনুদান ২০২১ এর অনলাইন আবেদন করার জন্য নিম্নের দেওয়া পদ্ধতিগুলো অনুসরন করতে হবে। এই পদ্ধতিগুল অনুসরন করলে আশা করা যায় আপনি খুব সহজে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তো চলুন দেখে নেই কিভাবে অনলাইন আবেদন করবেন।

[adToAppearHere]

  • প্রথমে এই https://eksheba.gov.bd/service/?id=BDGS-1611115830 ওয়েবসাইটে প্রবেশ করুন। এর পর নবন্ধন বাটনে ক্লিক করে আপনার মোবাইল নম্বর এবং আপনার নাম দিয়ে নিবন্ধন সম্পূর্ণ করুন।
  • এরপর পরের ধাপে গিয়ে আপনার জাতীয় পরিচয় বা জন্ম সনদের নম্বর ও জন্ম তারিখ দিন।
  • এই ধাপ শেষ করার পর পরবর্তী ধাপে এসে ৩৮ নং অপশন অর্থাৎ শিক্ষার্থীদের আর্থিক অনুদান অপশনে ক্লিক করে সিলেক্ট করুন। 
  • পরবর্তী ধাপে যা যা তথ্য চাচ্ছে তা দিয়ে দিন এবং আবেদন সম্পূর্ণ করুন।
  • আবেদন শেষ হউয়ার পর একটা ট্রাকিং নম্বর প্রদান করা হবে যা দিয়ে আপনি পরবরতীতে এই আবেদনের অগ্রগতি জানতে পারবেন। 
  • মনে রাখতে হবে প্রত্যয়ন পত্র আপলোডের ফাইল ১০ কেবি(kb) হতে হবে সরবোচ্চ।
  • এক্ষেত্রে অনুমোদিত png, jpg ফাইল ব্যাবহার করা যায়।

এই আবেদন করার জন্য অবশ্যই আপনার প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র দরকার হবে। এটি ছাড়া আবেদন গ্রহন যোগও হবে না।

আরো পড়ুন-

Prime Minister Education Trust Scholarship Honors Notice 2021 || প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি-২০২০

Leave a Comment